পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মাদক কারবারী লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে। মঙ্গলবার বিকেরে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত আদালত এ রায় প্রদান করেন।
সূত্রে জানা যায়, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লুৎফর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের কাছে সোপর্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, মাদক কারবারী লুৎফর রহমানকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।