Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আধুনিক দেবহাটার রূপকার ফণীভূষণ মন্ডলের স্মরণসভা

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ০৮:৪৭:০৭ এম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা সদর ক্লাবের আয়োজনে আধুনিক দেবহাটার রূপকার জমিদার ফণীভূষণ মন্ডলের তিরোধান দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় ক্লাব চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। শুরুতে জমিদার ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রোড়পত্র উন্মোচন করেন সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু। স্বাগত বক্তব্য রাখেন ফণীভূষণ মন্ডলের বংশধর সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)