Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের শিরোপা জয় সদর উপজেলার

এখন সময়: সোমবার, ১৫ ডিসেম্বর , ২০২৫, ০৭:০৯:১৪ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করেছে সদর উপজেলা দল। বৃহস্পতিবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সদর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চৌগাছা উপজেলা দলকে। সদর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় জুলু ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন।  ম্যাচের প্রথমাধ্য গোলশূন্য ড্র ছিলো। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন চৌগাছা উপজেলা দলের বিদেশি খেলোয়াড় আরিসেট। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের গোলরক্ষক শিহাব। ফাইনাল ম্যাচের প্রথম থেকে চৌগাছা উপজেলা দলের খেলোয়াড়রা ছিলেন রক্ষণাত্বক। অন্যদিকে যশোর সদর উপজেলা দলের খেলোয়াড়দের লক্ষ্যটা ছিলো আক্রমানত্বক। প্রথমার্ধের পুরোটা সময় ও বিরতি থেকে ফিরে এসেও রক্ষণাত্বক ভূমিকাতেই দেখা যায় চৌগাছার খেলোয়াড়দের।  বিপরীত ধারায় ছিলো সদর উপজেলার খেলোয়াড়রা। তারা প্রথমার্ধের পুরোটা সময় জুড়েই মান্নাফ রাব্বি, স্বাধীন, বিদেশি খেলোয়াড় দাওদা, জাহিদ, শেখ কামারা কখনও একক প্রচেষ্টায় আবার কখনও দলীয় প্রচেষ্টায় আক্রমনে গেছেন। ফলে আক্রমনের ধারটা বেশিই ছিলো যশোর সদরের। গোলের সুযোগও তৈরি করেছিলো। কিন্তু চৌগাছার রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলো অত্যান্ত তৎপর। যার ফলে গোল আদায় করতে প্রচন্ড ঘাম ঝরাতে হয়েছে সদরের খেলোয়াড়দের। ম্যাচের ৬৩ মিনিটে ডানপ্রান্তের কর্ণার থেকে ফ্রি কিক পায় সদর। মান্নাফ রাব্বির দারুণ ফ্রি কিক থেকে ছোট ডি বক্সের মাথায় দাড়িয়ে থাকা জুলু শুণ্যের উপর উঠে দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন। তার করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোলে পরিনত হয়। এদিকে, ফাইনাল খেলা দেখতে উল্লেখযোগ্য দর্শক মাঠে উপস্থিত ছিলেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি দু’দলের সমর্থকদের উম্মাদন দেখা গেছে। খেলা শুরু হওয়ার কিছুটা সময় পর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের আমেনা খাতুন গ্যালারি ও তার পশ্চিম পার্শ্বের গ্যালারি, মাঠের পশ্চিম দিকের ভিআইপি গ্যালারি ও উত্তর দিকের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। ম্যাচের সময় যতই বাড়তে থাকে ততই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা এসএম শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ প্রমুখ। উল্লেখ্য,জেলা প্রশাসনে আয়োজনে গত ৯ নভেম্বর শুরু হয়েছিলো এ টুর্নামেন্ট। টুর্নামেন্ট অংশ নেয় জেলার ৮ টি উপজেলা দল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)