Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর , ২০২৫, ০৪:৫১:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আলাদা অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ ও ৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, যশোর শহরের ঘোপ জেল রোডের জিয়া শেখের ছেলে আসিফ হাসান ও ঝিকরগাছার দেউলি গ্রামের কবির হোসেনের ছেলে পিয়াস হোসেন। এ ঘটনায় আলাদা মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যশোর মাগুরা সড়কের রাজাপুর গ্রামের মাদ্রাসার অবস্থান নেন। এ সময় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহজনকভাবে আসিফ হাসানকে আটক ও তার কাছ থেকে বিদেশি ৪২ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আসিফের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী কোতয়ালি থানায় মামলা করেছেন।
অপর দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সোমবার বিকেলে ঝিকরগাছার দেউলি গ্রামের কবিরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় তার ছেলে পিয়াস হোসেনকে আটক ও ঘর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক পিয়াসের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)