ক্রীড়া প্রতিবেদক : যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে উপশহর ও হাশিমপুর ইউনিয়ন দল। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কাল শুক্রবার একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে। এ খেলায় অংশ নেবে নওয়াপাড়া ও চুড়ামনকাটি ইউনিয়ন দল। আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে, গত মঙ্গলবার টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো চুড়ামনকাটি ও কাশিমপুর ইউনিয়ন দল। লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চুড়ামনকাটি ইউনিয়ন দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো লেবুতলা ইউনিয়ন দলকে। অপরদিকে,কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় কাশিপুর ইউনিয়ন দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো চাঁচড়া ইউনিয়ন দলকে। এর আগে কত সোমবার টুর্নামেন্টের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো উপশহর ও নওয়াপাড়া ইউনিয়ন দল। শামস্-উল-হুদা ফুটবল একাডেমী মাঠে অনুষ্ঠিত খেলায় নওয়াপাড়া ইউনিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো বসুন্দিয়া ইউনিয়ন দলকে। অপরদিকে,রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত অপর খেলায় উপশহর ইউনিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিলো রামনগর ইউনিয়ন দলকে। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ১৫ টি ইউনিয়ন দল নিয়ে শুরু হয়েছিলো সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নামে এ টুর্নামেন্ট।