নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বেজপাড়া তালতাল মোড়ের এলাকার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশের একটি প্রতারকচক্র। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়িক কামরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বেজপাড়া তালতলার মোড়ে বিকাশ ও নগদের এজেন্টের ব্যবসা করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার মোবাইল নম্বরে কল আসে। অপর প্রান্তের ব্যক্তি তার কাছে জানতে চান তিনি বিকাশ ও নগদের এজেন্ট কিনা। জবাবে কামরুজ্জামান হ্যাঁ বললে, তার মোবাইলে একটি কোড নম্বর বসাতে বলে। তিনি সরল বিশ্বাসে কোড নম্বরটি বসান এবং সেন্ড করেন। পরবর্তীতে তিনি দেখতে পান তার বিকাশ একাউন্ট থেকে ১৯ হাজার ৯শ’ টাকা এবং নগদ একাউন্ট থেকে ৬৯ হাজার ৯শ’৮০ টাকা (মোট ৮৯ হাজার ৮শ’৮০ টাকা) সেন্ড হয়ে গেছে। একই সাথে তার এজেন্ট নাম্বারটিও লক হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারেন প্রতারক চক্রের খপ্পড়ে পড়েছেন। বিষয়টি তিনি আশপাশের ব্যবসায়ী ও লোকজনদের জানান। ভুক্তভোগী কামরুল ইসলাম এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন ।