ক্রীড়া প্রতিবেদক : যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব বৃহস্পতিবার শুরু হয়েছে। ফাইনালে উঠেছে উপশহর ইউনিয়ন দল। বিকেলে প্রথম সেমিফাইনাল ম্যাচে উপশহর ইউনিয়ন দল ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে কাশিমপুর ইউনিয়ন দলকে। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আজ শুক্রবার একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে। এ খেলায় অংশ নেবে নওয়াপাড়া ও চুড়ামনকাটি ইউনিয়ন দল। এদিকে,গতকালকের খেলায় উপশহর ইউনিয়ন দলের হয়ে ৩ টি গোল করেন বিদেশি খেলোয়াড়রা। বুয়েটিং (জুনিয়র) ২৫ মিনিটে, বেইনজামা ৫৭ মিনিটে এবং সিদ্দিক ৬৩ মিনিটে প্রত্যেকে একটি করে গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন উপশহর ইউনিয়ন দলের বুয়েটিং (জুনিয়র)। আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ১৫ টি ইউনিয়ন দল নিয়ে শুরু হয়েছিলো সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের নামে এ টুর্নামেন্ট।