Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৩ ডিসেম্বর শুরু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ০৩:২৮:২৮ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক : যশোরে আগামী ৩ ডিসেম্বর শুরু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে হবে আসন্ন এ প্রতিযোগিতা। দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ১২ টি কলেজ। এরই মধ্যে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য বিভিন্ন উপকমিটি করা হয়েছে। ৩ ডিসেম্বর সকালে উদ্বোধনী খেলায় অংশ নেবে আলহেরা ডিগ্রী কলেজ ও মুক্তিযোদ্ধা কলেজ। খেলাগুলি হবে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীরসহ অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট অংশ নেয়া কলেজগুলো-আলহেরা ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ,রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, ইছালি মডেল কলেজ, এমএম কলেজ, কুয়াদা স্কুল এন্ড জলেজ, চিত্রা মডেল কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রায়পুর স্কুল এন্ড কলেজ, তালবাড়ীয়া ডিগ্রী কলেজ, উপশহর কলেজ, ও যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)