কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তাল মিল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর চুয়াডাঙ্গার দর্শনা রামনগর এলাকার মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন সকালে মোটরসাইকেলে থানায় আসার পথে তাল মিলের সামনে পৌঁছালে রাহাত-প্রান্ত নামের একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান জানান, ধাক্কার ফলে আনিসুরের কোমর ও পায়ে মারাত্মক ফ্র্যাকচার হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য থানায় হস্তান্তর করা হয়।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, আনিসুর মহেশপুরে পরিবারের সঙ্গে থাকতেন এবং সেখান থেকেই কর্মস্থলে আসা-যাওয়া করতেন। ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।