জীবননগর প্রতিনিধি : জীবননগর উপজেলার সন্তোসপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে বাবুল আক্তার(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। বাবুল হোসেন সন্তোসপুর গ্রামের পশ্চিমপাড়ার জামাত আলীর ছেলে।
বাবুল আক্তারের পিতা জামাত আলী জানান, সকাল থেকে সে স্বাভাবিক ভাবেই বাড়িতে কাজকর্ম করছিলো। দুপুরে তার স্ত্রী রান্না করার সময় সবার অজান্তে ঘরের বাঁশের আঁড়ার সাথে মাফলার গলায় পেচিয়ে ঝুলে পড়ে। পরে তার স্ত্রী ঘরে দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি আরও জানান, তার ছেলে বাবুলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা আছে। সে এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলো। মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয়।
স্থানীয়রা বলেন- মানসিক সমস্যার কারণে সে মাঝে মাঝে এমন পাগলামি করার চেষ্টা করে। তার ৮ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এবং তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।