শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সেলার চরের চান মিয়ার খাল ও কালামিয়ার খাল এলাকার নিষিদ্ধ খালে মাছ ধরার সময় অভিযান চালিয়ে পাঁচটি নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়- সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সেলার চরের চান মিয়া ও কালামিয়ার খাল এলাকার নিষিদ্ধ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা উভয় খাল থেকে পাঁচটি নৌকাসহ ১০ জেলেকে আটক করে। আটককৃত জেলেদের মধ্যে ৮ জনের ব বাড়ি খুলনার কয়রা ও বাকি দুইজনের বাড়ি শরণখোলা এলাকায় বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ৩ ডিসেম্বর দুপুরে বাগেরহাট জেলাতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বনরক্ষীরা নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ওই জেলেদের আটক করে। তাদের অভিযান অব্যাহত থাকবে।