প্রেসবিজ্ঞপ্তি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ ডিসেম্বর সকাল ১০টায় এফবি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কামাল হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে থাকা উদ্যোক্তা হওয়ার সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে। তোমাদের পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার ধারণা এবং কর্পোরেট জীবনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত জীবনে আত্মনির্ভরতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে ফিনটেক, ডিজিটাল ফিন্যান্স, ব্যাংকিং খাতে প্রযুক্তির উৎকর্ষতা এবং বৈশ্বিক আর্থিক বিল্পবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদের সমসাময়িক আর্থিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগীয় উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান। অনুষ্ঠানে বিভাগের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ার, প্রভাষক আল আমিন বিশ্বাস, নিশাত রুমালী, মো. শাহানুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।