নিজস্ব প্রতিবেদক : যশোরে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে কনের ভাইদের মারধরে জিসান (২০) নামে এক যুবক জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় এ ঘটনা ঘটে। আহত জিসান সদর উপজেলার বলরামপুর গ্রামের আশারোফ হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনরা জানিয়েছেন, বিয়ের পাত্রী পছন্দের জন্য ঢাকুরিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে উর্মিকে (১৮) দেখতে যান জিসানসহ কয়েকজন। এসময় কোন কিছু বুঝে ওঠার আগে কনের ভাই ইমন ও সুজন জিসানকে মারধর করে। এসময় ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করা হয়। এসময় দৌঁড়ে প্রাণে রক্ষা পান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে জিসানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত সজলের শরীরে ফোলা জখমের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।