প্রেসবিজ্ঞপ্তি ; রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যশোরের সকল গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণীপেশার মানুষকে যথাসময়ে অংশ নেয়ার জন্য সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ আহবান জানিয়েছেন।