ক্রীড়া প্রতিবেদক : যশোরে বুধবার শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম দিনের ৪ টি খেলা হয়েছে। জয় পেয়েছে আলহেরা ডিগ্রী কলেজ, এমএম কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ ও উপশহর কলেজ। প্রথম খেলায় আলহেরা ডিগ্রী কলেজ ৯-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মুক্তিযোদ্ধা কলেজকে। দ্বিতীয় জেলায় এমএম কলেজ ১-০ গোলের ব্যবধানে হারায় ইছালী মডেল কলেজকে। তৃতীয় খেলায় জয় তুলে নেয় কাজী নজরুল ইসলাম কলেজ। তারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চিত্রা মডেল কলেজকে। দিনের শেষ খেলায় জয় পায় উপশহর কলেজ। তারা ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে তালবাড়ীয়া ডিগ্রী কলেজকে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে হচ্ছে এ প্রতিযোগিতা। দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ টি কলেজ। এদিকে, সকালে টুর্নামেন্টর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিকউজ্জামান। এসময় জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ টুর্নামেন্টে অংশ নেয়া কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিরা উপস্তিত ছিলেন। টুর্নামেন্টে অংশ নেয়া কলেজগুলো-আলহেরা ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ,রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, ইছালি মডেল কলেজ, এমএম কলেজ, কুয়াদা স্কুল এন্ড জলেজ, চিত্রা মডেল কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ, রায়পুর স্কুল এন্ড কলেজ, তালবাড়ীয়া ডিগ্রী কলেজ, উপশহর কলেজ, ও যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ। আগাগী ৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপী এবারের আসর।