Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিপুল হত্যা মামলার আসামি সাগর আটক

এখন সময়: বুধবার, ৩ ডিসেম্বর , ২০২৫, ১০:০৯:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে আটক করেছে র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে আটক করা হয়। বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার পালক পিতা আমির হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, শহরের ষষ্ঠীতলা পাড়ার রিয়াজউদ্দিন বাপ্পি বিয়ে করেন সুমাইয়া আক্তার নামে এক মেয়েকে । বিয়ের ৭ মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় বাপ্পিকে তালাক দেয় সুমাইয়া। এরপর সুমাইয়ার বিয়ে হয় শহরতলীর শেখহাটি গ্রামের আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলের সাথে। বিয়ের পর থেকে সুমাইয়া ও তার স্বামীকে হুমকি ধামকি দিত সাবেক স্বামী বাপ্পি।
চলতি বছরের ১২ জুলাই বাপ্পি তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে বিপুলকে ষষ্ঠীতলা পাড়ায় ডেকে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী বাপ্পী ও তার সহযোগীরা বিপুলকে কুপয়ে গুরুতর জখম করে। আহত বিপুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এই ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ ফরিদপুর থেকে তাকে আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)