নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উদযাপন করা হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
‘প্রতিবন্ধিতা অন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়েল উপপরিচালক হারুন অর রশিদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, এনজিও কর্মী শাহজাহান নান্নুসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ।
এরপর ৩০ প্রতিবন্ধীর মাঝে কম্বল, ৬ প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ২০ প্রতিবন্ধীকে সাদাছড়ি, ২ প্রতিবন্ধীর মাঝে কর্ণার চেয়ার ও ৩৮ প্রতিবন্ধীর মাঝে সাবান বিতরণ করা হয়।