নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি কর্মসূচি স্থগিত করায় পরীক্ষা নেয়া হয়েছে বলে জানান জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। এ সিদ্ধান্তে ছাত্রদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষকদের চারদফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় জিলা স্কুলে মঙ্গলবার ও পরীক্ষা স্থগিত করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার পরীক্ষা স্থগিত করা হলেও বুধবার পরীক্ষা নেয়া হয়। জিলা স্কুলে বুধবার পরীক্ষা নেয়ার মধ্যদিয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে। বাকি থাকা ৬ষ্ঠ, ৭ম,৮ম ও নবম শ্রেণির ১ ডিসেম্বরের স্থগিত পরীক্ষা ৮ ডিসেম্বর ও ২ ডিসেম্বরের পরীক্ষা ৯ ডিসেম্বর নেয়া হবে। ১০ম শ্রেণির ১ ডিসেম্বরের স্থগিত পরীক্ষা ১৪ ডিসেম্বর ও ২ ডিসেম্বরের পরীক্ষা ৫ ডিসেম্বর নেয়া হবে বলে জানান জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন। তিনি জানান শিক্ষকরা কর্মবিরতি পালন করায় পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হই। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি কর্মসূচি স্থগিত করেছে। এ সময়ের মধ্যে আমার পরীক্ষা নিলে ৬ষ্ঠ, ৭ম,৮ম ও নবম ও ১০ম শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যাবে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রান শিক্ষক নূরুল ইসলাম জানান- স্থগিত পরীক্ষাগুলো পরবর্তী তারিখ নির্ধারণ করে দেয়া হবে।