Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্যাম্পাসে দেড় শতাধিক পাখির অভয়াশ্রম গড়লো শিক্ষার্থীরা

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ১০:৫৪:৪০ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সুবিশাল ক্যাম্পাসের গাছের ডালে পাখিদের নিরাপদে বসবাসের জন্য দেড় শতাধিক আশ্রয়স্থল গড়ে দিলো কালিগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। কালিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউন্ডেশন’ এর সহায়তায় এবং কলেজের জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসে পাখির অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। নিজেকে ভাল রাখতে হলে প্রকৃতি ও পরিবেশ ভাল রাখতে হবে। ঘূর্ণিঝড়, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রচুর গাছ রোপণ করতে হবে।
সবাইকে জীবজগতের প্রতি দয়াশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজ নিজ অবস্থান থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাখিদের আশ্রয়স্থল নির্মাণে শিক্ষার্থীদের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং এ ধরণের কার্যক্রমে কলেজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের প্রমুখ। এ সময় কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোসলেম উদ্দীন, মো. মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীন, রেশমা খাতুন, মৌমিতা মল্লিক, এস.কে রাজিব আহমেদ রাজ, শেখ মোজাফফর হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক গোবিন্দ দুলাল বর, কলেজের শিক্ষার্থী অপূর্ব বর, আজমীর হোসেন, জিৎ ধর, শেখ আজমল আবির, লাবিব হাসান, শেখ সাজিদুল আহম্মেদ, পরমা দাস, মোহিনী মিত্র, নম্রতা ঘোষ, নওশিন নুহা, আনিসা মাহাজাবিন, মাসুদুর রহমান, রাদিত কবির ওশান, মালিহা মেহনাজ মুহী, অর্ক বিশ্বাস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)