Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের পরিচিত মুখ শিক্ষক গোলাম মোস্তফার ইন্তেকাল

এখন সময়: শনিবার, ৬ ডিসেম্বর , ২০২৫, ০১:০৭:২৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের পরিচিত মুখ প্রিয় শিক্ষক গোলাম মোস্তফা (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তিনি দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজে যশোরের প্রাক্তন অধ্যক্ষ ও যশোর ক্যান্টনম্যান্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গোলাম মোস্তফা যশোর শহরের বেজপাড়া মেঠোপাড়া নিজস্ব বাসভবনে বসবাস করতেন। শুক্রবার সকাল ৯ টায় বেজপাড়া মেঠোপাড়াস্থ বেজপাড়া জামে মসজিদে প্রথম ও ক্যান্টনম্যান্ট কলেজ প্রাঙ্গনে সকাল ১০ টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ক্যান্টনম্যান্ট কলেজের অধ্যক্ষ লে.কর্নেল এইচ কামরুল হাসান জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় কলেজের সাবেক অধ্যক্ষসহ বর্তমান শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে জীবননগরের রুপখালি নিজ গ্রামে দাফন সম্পন্ন হয় এ শিক্ষকের। তিনি সর্বশেষ ২০২১ সালের নভেম্বর মাসে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ যশোরের অধ্যক্ষ হিসেবে অবসরে যান। এর আগে ২০১৫ সাল পর্যন্ত যশোর ক্যান্টনম্যান্ট কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি শুধু দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ যশোরের অধ্যক্ষ ছিলেন না, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীন যশোর ক্যান্টনমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কুমিল্লা কাদিরাবাদ স্যাপার ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি কিছুদিন কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজেও অধ্যাপনা করেছেন। প্রিয় এ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে যশোর ক্যান্টনম্যান্ট কলেজ ও দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)