বাগেরহাট প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগায় ভিক্ষুক দীপালী রানী শীলের পরিবারকে নতুন একটি টিনসেড ঘর উপহার দেয়া হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাগেরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুই ইসলাম রোববার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন এই টিনসেড ঘরটি দীপালী রানী শীলের কাছে হস্তান্তর করেন।
নতুন এই টিনসেড ঘরটি পেয়ে খুশিতে আপ্লুত হতদরিদ্র ভিক্ষুক দীপালী রানী শীল জানান, তার দুই বাকপ্রতিবন্ধী মেয়ে সোনালী শীল ও রূপালী শীলকে নিয়ে সে একটি ঝুপড়ি ঘরের বসবাস করতো। বুষ্টিার সময় ঝুপড়ি ঘরের ফুটো চালা দিয়ে পানি পড়তো। ভিক্ষা করে খেয়ে না খেয়ে কোনমতে তারা বেঁচে রয়েছেন। ঝুপড়ি ঘর মেরামতের তার টাকা ছিলনা। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারকে নতুন এই টিনসেড ঘর করে দেয়ায় নিচিন্তে বসবাস করতে পারবেন। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ইশ্বরের কাছে প্রার্থনা করেন।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুই ইসলাম জানান, দুই বাকপ্রতিবন্ধী মেয়ে নিয়ে হতদরিদ্র ভিক্ষুক দীপালী রানী শীল একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। ফুটো চালা দিয়ে বৃষ্টিার সময় ঝুপড়ি ঘরের চালা দিয়ে পানিতে সব একাকার হয়ে যায়। এমন অবস্থায় লক্ষ্যধিক টাকা ব্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র এই পরিবারটিকে একটি নতুন টিনসেড ঘর তৈরী করে দেয়া হয়েছে।