ফরহাদ খান, নড়াইল : বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী আচরণবিধি মেনে বিলবোর্ড, তোরণ, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করেছেন। এ লক্ষ্যে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর রজিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নড়াইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন ধরণের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণ শুরু করেছি। আমরা নির্বাচন কমিশন আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ লক্ষ্যে আমিসহ দলীয় নেতাকর্মীরা বিলবোর্ড, ফেস্টুন, তোরণসহ সব ধরণের প্রচার উপকরণ অপসারণ কাজ করছেন। ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা সবকিছু অপসারণ করব। আশা করছি, নড়াইল-২ আসনের ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে বিজয়ী করবেন। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নড়াইল-২ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার যেসব প্রতিযোগী বন্ধু প্রার্থী আছেন, তারাও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাবেন।