Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ১০:১৭:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে গণঅভ্যুথানে অংশ নেয়া ছাত্র জনতার ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মাইকপট্টি হয়ে চৌরাস্তা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাদীর ওপর নৃশংস হামলার ঘটনায় শিক্ষার্থীরা উসমান হাদির উপর হামলাকারীদের বিচারের দাবিতে ‘গুলির মুখে কথা হবো, আমরা সবাই হাদি হবো’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’,‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’,‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসাথে চলে না’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও ঘুড়িয়ে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই এই হামলা বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার এই সরকারকে নিতে হবে। জুলাই আন্দোলনের পর অন্যতম দাবি ছিল জুলাই খুনিদের বিচার কার্যকর করা। কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করতে পারেনি। শুধুমাত্র লোক দেখানোর জন্য কয়েকজনকে গ্রেফতার করেছে। একটা পক্ষ নির্বাচন বানচালের জন্য এই কর্মকাণ্ড করছে। তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান বলেন-‘হাদী জুলাইয়ের কণ্ঠস্বর। সেই কন্ঠস্বরকে যারা রোধ করতে চায় তারা দেশের শত্রু। জুলাই আন্দোলনের শত্রু। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ক্ষমতার শক্তির চেয়ে; জনগণের শক্তি অনেক বেশি। আমরা সন্ত্রাসীদের কাছে এই দেশ আর বর্গা দিতে চাই না। ১৭ বছর দেশেল জনগণ অনেক কষ্ট করেছে, নির্যাতন ভোগ করেছে, লুটপাট দেখেছে। আর সন্ত্রাসী কর্মকান্ড দেখতে চাই না। জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এতো জীবন, রক্তের বিনিময়েও ক্ষমতালোভীদের পেট ভরেনি। যদি পেট না পরে তাহলে আসুন; চোরা হামলা না। সম্মুখযোদ্ধায় মুখোমুখি হই।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান বলেন- ‘প্রত্যেকটা নাগরিক আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি কিভাবে সুষ্ঠূ নির্বাচন সম্ভব? নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে। তারই অংশ হিসাবে হাদীর উপর এই হামলা। সুষ্ঠু গণতান্ত্রিক রুপান্তর প্রশ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন নিয়ে যতই জল ঘোলা করা হোক না কেন; জনগণ জবাব দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোন ভাবেই ভন্ডুল করতে দেয়া যাবে না। বাংলাদেশের প্রশ্নে হাজার হাজার হাদী আমরা তৈরি হয়েছি। হাদির উপর যে হামলা চালানো হয়েছে, জড়িতদের আগামি ২৪ ঘন্টার মধ্যে আটকের দাবি জানাচ্ছি।’
এ সময় বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির সদস্য সালমান হাসান রাজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্রনেতা ইমরান খান, ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)