Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ১০:৫৮:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে আঞ্চলিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের বি. সরকার মেমোরিয়াল হল (তসবির মহল) এ অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সমন্বয়ক হাসিনুর রহমান।
কনভেনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা এম এ রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম নেতা জিল্লুর রহমান ভিটু ও আবু হাসান।
বক্তারা বলেন-দেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দমন-পীড়ন ও বৈষম্যের মধ্যে রয়েছে। সাম্প্রতিক গণ-অভ্যুত্থনের পরও জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণ হয়নি, বরং সাম্রাজ্যবাদী ও উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রভাব আরও বাড়ছে। এ পরিস্থিতিতে শ্রমিক, কৃষক, গরিব ও মধ্যবিত্তসহ দেশের ৯৫ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায় বাম-প্রগতিশীল শক্তির ঐক্য গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও জানান-জনগণের অংশগ্রহণে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। জনতার মতামতের ভিত্তিতে ‘জনতার সনদ/ইশতেহার’ প্রণয়ন করা হবে এবং যৌথ নেতৃত্বে পরিচালনা কমিটি কাজ করবে। সব গণতান্ত্রিক, প্রগতিশীল দলুসংগঠন ও ব্যক্তিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
নেতারা প্রশ্ন তোলেন,বর্তমান সরকার যদি দেশের আইনুশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তারা কীভাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেবে? চলমান সংস্কার বাস্তবায়নের ব্যর্থতারও সমালোচনা করেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)