মিরাজুল কবীর টিটো : এ বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল করার অপরাধে ৭২ প্রধান পরীক্ষক,পরীক্ষককে কালো তালিকাভুক্ত করেছে যশোর শিক্ষা বোর্ড। তাদেরকে আগামী ১ বছর উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এতথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্র জানায়- গত ১৬ অক্টোবর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে এইচএসসি পরীক্ষায় পাস করে ৫৬ হাজার ৫০৯ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের পরের দিন থেকে ৭দিন সময় নির্ধারণ করে দেয়া হয় উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদনের জন্য। কাঙ্খিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হওয়া পরীক্ষার্থী ৫ থেকে ৬টি বিষয়ে আবেদন করে। আবেদনের সংখ্যা দাড়ায় ৮৫ হাজার ১৫৮।
এর মধ্য থেকে ৭২ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করে ১৬ নভেম্বর ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফল প্রকাশের মাধ্যমে ৭২ প্রধান পরীক্ষক,পরীক্ষক অভিযুক্ত হয়। বোর্ডের নীতিমালা অনুযায়ী এসব পরীক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদেরকে আগামী ১ বছর উত্তরপত্র মূল্যায়ন থেকে বিরত রাখা হবে।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান- উত্তরপত্র মূল্যায়নে ভুল করা প্রধান পরীক্ষক,পরীক্ষকদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এদেরকে আগামী এক বছর উত্তরপত্র মূল্যায়ন করতে দেয়া হবে না। তার পরের বছর তাদের বিষয় বিবেচনা করা হবে। বোর্ডে পরীক্ষা সংক্রান্ত কাজের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না। এটা আমাদের বিষয়।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান- উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ৭২ প্রধান পরীক্ষক,পরীক্ষক অটো রিপোটেড হয়ে যাবে । তারা উত্তর মূল্যায়ন সংক্রান্ত কোন মেসেজ পাবে না। সেই সাথে তারা কোন কার্যক্রমে অংশ নিতে পারবেন না।