Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে সংবর্ধিত হলেন আলমডাঙ্গার কৃতি সন্তান লিমন

এখন সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি , ২০২৬, ০৫:৫৬:১৮ পিএম

আলমডাঙ্গা অফিস : বাগেরহাটে সংবর্ধিত হলেন আলমডাঙ্গার কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান লিমন। বাগেরহাট জেলা যুব ফোরামের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান ও যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্ব, নিষ্ঠা ও সংগঠনিক দক্ষতার মাধ্যমে যুব ফোরাম খুলনা বিভাগকে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে প্রথম স্থানে নিয়োগ যাওয়ার গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে রোববার বাগেরহাট সদরে কোডেক ট্রেনিং সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (মৎস্য) মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন ভিএসও বাংলাদেশ-এর অফিসার অয়ন কুমার। সভাপতিত্ব করেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব ফোরামের সভাপতি মোঃ আকিব, সহ-সভাপতি সজীব, সাধারণ সম্পাদক সবুজসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)