নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় মাঝেপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় শনিবার বার্ষিক আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও দাতা সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাব উদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আবু সাইদ, মধ্যকুল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আহসান কবির লাভলু। এছাড়াও উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি মুহাইমিনুল আলম, বুজতলা বাজার রিমা ক্লিনিকের ব্যবস্থাপক ডা. মো. ইদ্রিস আলী, মাদ্রাসা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, ফিরোজ আহম্মেদ, চিনাটোলা আউটলেট সাউথইস্ট ইসলামী ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম শফি, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ছমির উদ্দিন ও আ. গফুর সরদারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং আজীবন দাতা সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।