প্রেসবিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের লেখাজোখা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ বিষয়ে বিনামূল্যে যশোর জিলা স্কুল শিক্ষক মিলনায়তনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধুমঘাট ইন্টারপ্রিনিউর ট্রেনিং একাডেমি-ডেটার উদ্যোগে শনিবার সনদপত্র বিতরণের মধ্যদিয়ে কর্মশালা শেষ হয়। সমাপনী দিনে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কর্মশালায় অংশ দেওয়া প্রশিক্ষণার্থী মহিমা রায় । অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী সামিউল মৃধা। দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন আয়োজক প্রতিষ্ঠান ডেটা’র প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মনিরুল ইসলাম। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন।