বাগেরহাট প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে দলটির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাগেরহাট-২ আসনের সাবেক এই এমপির পক্ষে তার বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স সোমবার বাগেরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ তার বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া আসনে বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা ও সিলভার লাইন গ্রুপের কর্ণধর। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি বাগেরহাটের বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়েই মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা ও অবকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে ওঠে।