Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ১১:০১:৪২ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব (সুপার থ্রি) শুরু হয়েছে বুধবার থেকে। প্রথম দিনে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে ২ টি ম্যাচ হয়েছে। পুরুষ বিভাগের খেলায় জয় পেয়েছে ঘোপ ক্রীড়া চক্র ও নারী বিভাগে জয়ী হয় মোহসেনা আলি আহম্মদ স্মৃতি সংসদ। পুরুষ বিভাগের খেলায় ঘোপ ক্রীড়া চক্র ৩৩-২৪ গোলের ব্যবধানে পরাজিত করে সৌখিন ক্রীড়া জাগরণকে। ঘোপ ক্রীড়া চক্রের বিল্লাল ১৪ টি, বোরহান ৬ টি, বাজু ৪ টি এবং শুভ, ইনসান ও রাসেল প্রত্যেকে ৩ টি গোল করেন। সৌখিন ক্রিড়া জাগরণের রাতুল ১২ টি, কে এস ওয়াং ৫ টি, মহিদুল, রোহান ও প্রেম প্রত্যেকে ২ টি এবং কাব্য একটি গোল করেন। আজ বৃহস্পতিবার পুরুষ ও নারী বিভাগের ২ টি খেলা হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। নারী বিভাগে খেলায় মোহসেনা আলি আহম্মদ স্মৃতি সংসদ ৯-৫ গোলের ব্যবধানে হারায় রয়ের স্পোর্টিং ক্লাবকে। মোহসেনা আলি আহম্মদ স্মৃতি সংসদের ঝুমুর ৪ টি, শশি ও সানজিদা উভয়ে ২ টি এবং ফারজানা একটি গোল করেন। রয়েল স্পোর্টিং ক্লাবের মিথিলা নাজনীন, সাদিয়া, ফারজানা ও মিলা প্রত্যেকে একটি করে গোল করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)