Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ১১:০২:০৭ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপিত হয়। বুধবার দুপুরে পৌরশহরের বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাধান সংস্থার ব্যবস্থাপনায় ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)র সহযোগিতায় উপজেলা দিবস উদযাপিত হয়। কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য ও পুষ্টি মেলার আয়োজন এবং চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন সাংবাদিকতায় প্রেসক্লাব সভাপতি লোকসমাজের স্টাফ রিপোর্টার ও সমকাল প্রতিনিধি এস এম মজনুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে হুমায়ূন কবির, সাংস্কৃতিতে এস এম হাফিজুর রহমান ও সমাজসেবায় হাফেজ মোঃ আঃ রশিদকে সম্মননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান সংস্থার পরিচালক (সার্বিক) শাহীনুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.ফাইয়াজ আহমদ ফয়সাল। সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী জমিরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সমাধানের প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম।অনুষ্ঠানে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী জানান, তাদের এই প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার ১৭ টি ইউনিয়নে ও ১ টি পৌরসভায় কিশোর-কিশোরীদের ক্লাব গঠনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করে গড়ে তোলার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে বাল্য বিয়ে, মাদক, ইভটিজিংসহ নানা সামাজিক ব্যাধি থেকে দুরে থেকে যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করাই প্রকল্পের মূল্য লক্ষ্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)