অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পরিবেশ সংরক্ষণ, সার, কয়লা, বালুর ড্যাম্প ও ভৈরব নদের অবৈধ দখল-দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স মোশারফ অ্যাণ্ড ব্রাদার্সের প্রতিনিধি আলতাফ হোসেন, শাহ্ মামুন ট্রেডার্সের প্রতিনিধি মেহেদী হাসান, টিএসসি প্রতিনিধি বেলাল হোসেন প্রমুখ। এ সময় নওয়াপাড়া বাজারের বিভিন্ন আমদানীকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে নওয়াপাড়া পৌর এলাকাসহ সকল স্থানে সার, কয়লা ও বালুর ড্যাম্পে নিরাপত্তা প্রাচীরের ব্যবস্থা করা, রেলওয়ে বা মহাসড়কের সীমানা থেকে কমপক্ষে ২০ ফুট দূরত্বে ড্যাম্প স্থাপন করা, এসব পণ্য বহনের সময় ঢেকে নেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ভৈরব নদ অবৈধভাবে দখল ও দূর্ষণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দেশের প্রচলিত আইনে তাদের ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।