নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় ইজিভ্যান ছিনতাই মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।
অভিযুক্ত আসামিরা হলো- শার্শার লাইতাড়া গ্রামের আজিবর রহমানের পালক ছেলে বেনাপোলের নামাজ গ্রামের বাসিন্দা ইমরান হোসেন, কন্যাদহ গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে পান্তাপাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা কামরুজ্জামান ও বড় আঁচড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে নূর নবী।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর শার্শার নারিকেলবাড়িয়া গ্রামের আক্তারুল ইসলাম তার ইজিভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন গদখালি বাজারে। সোয়া ১১ টার দিকে আসামি কামরুজ্জামান ও ইমরান হোসেন এক অপরিচিত মহিলাকে নিয়ে উলাশী বাজারে যাবে বলে ভ্যানে ওঠে। দুপুর ১২টার দিকে উলাশী বাজারে পৌঁছালে আসামিরা সামনের ইটভাটার কাছে নিয়ে চালক আক্তারুল ইসলামের চোখে-মুখে গুল ছুঁড়ে মারে এবং ছুরিকাঘাতে জখম করে ভ্যান ছিনিয়ে চেষ্টার করে। আক্তারুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের ধরে গণপিটুনি নিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় আক্তারুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিয্ক্তু নূর নবীকে পলাতক দেখানো হয়েছে।