Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ১১:২৩:০৪ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া রিমান্ড পরবর্তী এক আসামিসহ চার আসামিকে ২৫ ডিসেম্বর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিদের ২৫ ডিসেম্বর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার সরল মধ্যপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে রুমা আক্তার নদী (২০) কে আটক করা হয়। সে মামলা জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি-৩৯৭/১৪।
অপরদিকে, পাইকগাছা থানার নিয়মিত মামলার আসামি চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত শেখ সুলতান আকুঞ্জির ছেলে মোঃ আমির হামজা রানা (৪৪) কে পুলিশ আটক করে। মামলা নং- ৯(১২)২৫। পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পানা গ্রামের ললিত হালদারের ছেলে সুজন কুমার হালদারকে আটক করেছে থানা পুলিশ।
এছাড়াও উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এস. এন. গাজীর ছেলে মোঃ মহিদুল গাজী (৪৩) কে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম আদালতে প্রেরণ করেন। সংশ্লিষ্ট মামলার নম্বর ৭(১২)২৫।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)