ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির আয়োজনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জীবন স্টার ও রানার্স আপ হয় রানা কিংস। দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেয় ৪ টি দল। অন্য দলগুলি-সেলিম টাইগার্স ও সেলিম ওয়ারিয়ার্স। ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান করে রানা কিংস। জবাবে, ৭ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয় পায় জীবন স্টার। ৯ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় জীবন স্টার। সকালে উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি সাব্বির মালিক বাবু,বর্তমান সহসভাপতি সুলতান আহম্মেদ ও শলিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক শাহিন শাহ রানা, সহ-সাধারণ সম্পাদক ইসহাক আলী বাবু, সাংগাঠনিক সম্পাক ফিরোজ উদ্দিন লাল্টু, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন তোতা, দফতর সম্পাদক ইসরাফিল হোসেন, ক্রীড়া সম্পাদক কাশেম আলী প্রমুখ।