ক্রীড়া প্রতিবেদক : যশোরে গড়বো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে (জিএসকেএস) আন্তঃস্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএসকেএস’র দাতা সদস্য এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সমাজসেবক জাহিদ হাসান টগর ও মো. হাসানুজ্জামান।সভাপতিত্ব করেন জিএসকেএস’র সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিএসকেএস’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ এম আই নয়ন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গড়বো সমাজ কল্যাণ সংস্থার এ আয়োজনকে সাধুবাদ জানান এবং শিশু-কিশোরদের মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান জানান। এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। মাদক ও মোবাইল আসক্তি থেকে শিশু-কিশোরদের দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মদিনা অটো যশোর এ টুর্নামেন্ট সহযোগিতা করছে। গতকালকের একমাত্র খেলায় জয় পেয়েছে রেড লায়ন। তারা ৩ উইকেট ব্যবধানে পরাজিত করে রেলগেট লিজেন্টকে। রেলগেট লিজেন্ট প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪ ওভারে ৩৫ রান করে। জবাবে, ৩ উইকেট হাতে রেখে জয় পায় রেড লায়ন।