Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মাদকবিরোধী ভলিবলে ঝিকরগাছার কুলি চ্যাম্পিয়ন

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ০৫:০৬:২৫ এম

ক্রীড়া প্রতিবেদক : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ আয়োজনে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চাম্পিয়ন হয়েছে ঝিকরগাছার কুলি ভলিবল দল এবং রানার্স আপ হয় হালসা ভলিবল দল। সদরের হৈবতপুর নাটোয়াপাড়া স্কুল মাঠে এ টুর্নামেন্ট অংশ নেয় ৮ টি দল। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন বারোবাজার ডিগ্রী কলেজের প্রভাষক ফারুক হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন কুলি ভলিবল দলের হরসিত বিশ্বাস (অধিনায়ক বাংলাদেশ জাতীয় ভলিবল দল)। খেলা শেষে উপপরিচালক পারভীন আখতার মাদকের কুফল ও প্রতিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন। পরে খেলোয়ার ও উপস্থিত দর্শকদের সাথে নিয়ে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করান এবং বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। কুলি ভলিবল দলে-বাংলাদেশ জাতীয় ভলিবল দলের হরসিত বিশ্বাস, রাহুল, আশিক, পলাশ, তপু, রাতুল, শান্ত ও প্রান্ত, বিমানবাহিনীর আবু ফয়সাল, পাভেল ও আবু সাকিব, সেনাবাহিনীর নাঈম অংশগ্রহণ করেন। হালসা ভলিবল দলের হয়ে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাহারাজ, মাশফিক ও ইমাম, বাংলাদেশ নৌবাহিনীর শাওন ও মারুফ, বিকেএসপির সাব্বির, বিমানবাহিনীর পারভেজ ও তিতাস অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)