কেশবপুর প্রতিনিধি : কেশবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদের মনোনয়নপত্র রোববার সংগ্রহ করেছেন।
সংসদীয় আসন-৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ ২৮ ডিসেম্বর রোববার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের দপ্তরে তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।