কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রোববার সকালে একসভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটদানে উদ্বুদ্ধ করণ সভা রোববার সকালে কেশবপুর পৌর সভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ‘ভোটের গাড়ি’ প্রচারণা কার্যক্রম প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুন। ‘ভোটের গাড়ি’র মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে এই আয়োজন করা হয়। একই সঙ্গে সকলকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের, কেশবপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মানষ কুমার দেবনাথ প্রমুখ।