Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ০৬:২৫:০৮ এম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে হাসপাতালের অফিসের দুটি রুমের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের ন্যায় সোমবার অফিস শেষ করে অফিস কক্ষে তালা দিয়ে বাসায় চলে যান। সকালে অফিস খুলে দেখেন জালানোর রড ভাঙা এবং অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। পুলিশ এসেছিল। কী কী চুরি হয়েছে তা দেখা হচ্ছে। নৈশ প্রহরী বিদ্যুৎ বলেন, আমি রাত একটা পর্যন্ত জেগেছিলাম। পরে প্রচন্ড শীত এবং অসুস্থর কারণে ঘুমিয়ে পড়ি। সকালবেলা জানতে পারলাম চুরি হয়েছে। পিছনের জানালার গ্রিল ভেঙে চুরি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, আমি অফিসের কাজে জীবননগরের বাইরে রয়েছি। চুরির বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। জীবননগর থানার পরিদর্শক তদন্ত) রিপন কুমার দাসবলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করতে বলা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)