নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে রোববার যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে ক্যারিয়ার গাইডলাইন, কুইজ সেশন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্ন ২০২৫’ কর্মসূচির আওতায় অংশগ্রহণমূলক ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ সেশন পরিচালনা করা হয়।
এতে ইবিএল মিশন বাংলাদেশ টিমের সদস্য মিজানুর রহমান, রাসেল হোসেন পাটোয়ারি, সাদমান মুস্তফা এবং এ. এ. এম. আফসারুর রহমান ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে ইস্টার্ণ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২১টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।