নিজস্ব প্রতিবেদক : যশোরের বিভিন্ন বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট ও উপহার দেয়া হয়েছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ৭২ ছাত্রীকে মেডেল পরিয়ে দেয়া হয়।
ফলাফল ঘোষণা করেন ও মেডেল পরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক(প্রভাতী) শহিলুদ্দীন, সহকারী প্রধান শিক্ষক(দিবা) খালিদ হোসেনসহ শিক্ষকবৃন্দ।
জিলা স্কুল
জিলা স্কুলে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদের জ্যামিতি বক্স পুরস্কার দেয়া হয়।
ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহগাম্মদ জয়নুল আবেদীন।
ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) হোসনে আরা পারভীন, সহকারী প্রধান শিক্ষক(দিবা) আব্দুর রউফ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।
নিউটাউন বালিকা বিদ্যালয়
নিউটাউন বালিকা বিদ্যালয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ২৪ কৃতি ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আরিফা আক্তার, সহকারী শিক্ষক পারভীনা খাতুন, তসলিমা খাতুন, গুলশান আরা প্রমুখ।
উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপশহর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার নাহিদ আক্তার ।
আরো উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মো: মঈন উদ্দিন, প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবুসহ অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ। ভালো ফলাফলের পুরস্কার হিসাবে শিক্ষার্থীদের ক্রেস্ট দেয়া হয়।
নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন লাল্টু, সিনিয়র শিকক মো. লুৎফর রহমান, চার নম্বর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদ মো. আনোয়ার হোসেন লাল্টু, মো. সামসুজ্জামান রানা, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এ,কে,এম,এম, সাইফুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, রাজু আহম্মেদ প্রাক্তন অভিভাবক সদস্য, সিনিয়র শিকক, মোছা, রেশমায়ারা খাতুন, সিনিয়র শিকক, এসএম নুর ইসলাম, অনুষ্ঠান পরিচালনা, সিনিয়র শিকক মোহন কুমার ঘোষ, সহকারী শিকক মাহমুদ আলম, পাঁচ শ্রেণিতে মোট ২৬০ জন ছাত্র-ছাত্রী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেনির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেনির নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ মঙ্গলবার যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু।