প্রেসবিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিনী শামিমা আক্তার বর্তমানে যশোর ২৫০শয্যা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে জাগপা’র প্রেসিডিয়াম সদস্য মোঃ নিজামদ্দিন অমিত হাসপাতালে আইসিইউতে গিয়ে অসুস্থ শামিমা আক্তারের খোঁজখবর নেন। এ সময় তিনি তার শারীরিক অবস্থার অবনতি দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মোঃ নিজামদ্দিন অমিত শামিমা আক্তারের আশু মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।