Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টেকসই উন্নয়নে আর্থসামাজিক ভারসাম্য ও দারিদ্র্য বিমোচন অপরিহার্য : আব্দুল কাদের

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ১১:০৬:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাংকারদের দায়িত্ব ও ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিবিএ) যশোরের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়াস্থ প্রাচ্যসংঘ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের বলেছেন- একটি দেশের টেকসই উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে সম্ভব নয়, এর সঙ্গে আর্থসামাজিক ভারসাম্য ও দারিদ্র্য বিমোচন অপরিহার্য। এ ক্ষেত্রে ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাত যদি ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী এবং যুবসমাজকে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তবেই দারিদ্র্য হ্রাসের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই সমাজে বৈষম্য কমাতে এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে। সুদমুক্ত ও ন্যায়ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠলে সমাজের অবহেলিত জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ পাবে। তিনি ব্যাংকারদের সমাজ উন্নয়নে আরও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী হওয়ার আহ্বান জানান।
জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার সেক্রেটারি মুস্তাক আহমেদের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর মামুন, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল, শহর (ভারপ্রাপ্ত) আমির মাওলানা ইসমাইল হোসেন, খুরশিদুল আলম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)