Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত কৃষক

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ১১:০৬:২৫ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বোরো ধানের মৌসুমে ধানের আবাদে কৃষক ব্যাস্ত হয়ে উঠেছে।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে- চলতি বছর বোরো মৌসুমে উপজেলায় বোরোধান আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার হেক্টর জমি। গতবছর বোরোধান মৌসুমে উপজেলায় ধানের আবাদ হয়েছিল ১২ হাজার ৯৯০ হেক্টর জমি। মানবসৃষ্ট জলাবদ্ধতার কারণে প্রায় ৫ হাজার হেক্টর জমি বারো চাষ করা সম্ভব হচ্ছে না।
কেশবপুর উপজেলার পানি উন্নয়ন বোডের উপবিভাগীয় প্রকৌশলী অধিদপ্তরের একটি সুত্র্র জানিয়েছেন পাঁজিয়া, সুফলাকাটী, গৌরিঘোনা, বিদ্যানন্দকাটী ইউনিয়নের বিল সমুহে বোরোধানে আবাদের জন্য মাছের ঘেরের পানি সেচ দিয়ে উম্মুক্ত নদী খালে ফেলার কারণে খালের পানি বৃদ্ধি পেয়ে উম্মুক্ত বিল সমুহের মধ্যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই সকল বিল সমুহের জমিতে বোরোধান মৌসুমে ধানের আবাদ অনিশ্চিত হয়ে উঠেছে। যার কারণে অতিতে এই উপজেলায় যেখানে ১৬/১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হতো। এখন সেখানে মাত্র ১৩ হাজার জমিতে বোরোধান আবাদ হচ্ছে। সেই জমিতে বোরোধান আবাদ করতে কনকনে ঠাণ্ডায় শীতকে উপেক্ষা করে উপজেলার কৃষক বোরোধানের আবাদ শুরু করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)