নিজস্ব প্রতিবেদক : আলী কদর মেম্বার গংয়ের ভূমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহার ও গ্রামবাসীদের মারপিটের ঘটনায় আসামিদের আটকের দাবিতে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হয়েছে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন চৌগাছার হাওলী গ্রামের আব্দুস সালামের স্ত্রী শাপলা খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- আমাদের গ্রামের ইউপি সদস্য আলী কদর দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে আবারো আগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল, সন্ত্রাস, অস্ত্রবাজি এবং গ্রামবাসীদের মারপিটের অভিযোগ রয়েছে। সর্বশেষ তার হামলার শিকার হয়েছে আমার পরিবার। তিনি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাপলা খাতুনের স্বামী আব্দুস সালাম, ভাগ্নে শরিফুল ইসলাম, দেবর বাবর আলী, প্রতিবেশী আরিফা বেগম প্রমুখ।