নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। বুধবার শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ ছিল। এছাড়া বিভিন্ন এলাকায় শোকের ব্যানার টাঙিয়ে কোরআন তেলাওয়াতও বাজানো হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নেন।
যশোর শহর ঘুরে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস ঘিরে যশোরের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও বিপণিবিতান বন্ধ রয়েছে। শোক ও শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানায়।
ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী কণ্ঠস্বর।
সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানানো হয়।
খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ বিরাজ করছে। দোকানপাট বন্ধ, দোয়া মাহফিল ও শোক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ শেষবারের মতো এই রাজনৈতিক নেত্রীকে সম্মান জানাচ্ছেন। যশোর শহরের বড়বাজার, আরএন রোড, ঢাকারোড, কাপুড়িয়াপট্টি, মাইকপট্টিসহ গোটা শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ ছিল। সিটিপ্লাজা, জেসটাওয়ারসহ শপিংমলগুলোও বন্ধ ছিল।
যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী প্রতিক। তার মৃত্যুতে যশোরের সব শ্রেণির ব্যবসায়ীদের মতো টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা তাদের দোকান বন্ধ রেখে খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়েছেন।
বড়বাজারের কামাল অপটিকসের আতিকুর রহমান বাবু জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।
এব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু জানান, গণতন্ত্রের মাতা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোরের সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের সব দোকানপাট বন্ধ রেখেছেন বুধবার।