Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পলিসি সার্ভিসের উদ্বোধন

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ১১:০৪:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে পলিসি সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি জনবীমা বি-কেন্দ্রীয় জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ সার্ভিসের উদ্বোধন করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম।
প্রধান অতিথি বলেন- এ অঞ্চলের বীমা গ্রাহকদের মেয়াদ শেষে চেক নেয়ার জন্য কুষ্টিয়াতে যেতে হত। এখন থেকে মহেশপুরে পলিসি সার্ভিস চালু থাকায় এ অঞ্চলের বীমাকারী ভোগান্তি কমবে সেই সাথে নিজ এলাকা থেকে মেয়াদ শেষে বীমার চেক সংগ্রহ করতে পারবেন। এই প্রথম থানা পর্যায়ে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি মহেশপুর এ সার্ভিসটি চালু করা হয়েছে।
এভিডি মনিটরিং জোনের প্রধান বাবলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া/যশোর মনিটরিং জোনের এরিয়া প্রধান মোছলেহ উদ্দিন মোল্লা, যশোর এরিয়া প্রধান খাদেমুল চৌধুরী,চুয়াডাঙ্গা জোনের আর আই মনজুর এলাহী, কোঁটচাদপুর জোনের ফারুক আহমেদ, ঝিনাইদহ জোনের শরিফুল ইসলাম, ভেড়ামারা জোনের আর আই হাবিবুর রহমান,মেহেরপুর জোনের এ আর আই আছিয়া খাতুন, কুষ্টিয়া জোনের এ আর আই খোকন কুমান দাস, মহেশপুর বি-কেন্দ্রীয় জেলা কার্যালয়ের এআর আই মহাসিন আলী, অলিভিয়া খাতুন,এজিএম আলমগীর হোসেন, আলামীন, আব্দুস সালাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)