Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায় সংবর্ধনা

এখন সময়: শনিবার, ৩ জানুয়ারি , ২০২৬, ১২:৩১:৪৯ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে থানার পুলিশ সদস্য সমীর কুমার ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুলিশ সদস্য সমীর ঘোষ দীর্ঘদিন কিডনিজনিত রোগে চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘ ২৯ বছর ৩ মাস বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন তিনি মারাত্মক অসুস্থ হলে স্বেচ্ছায় অবসর গ্রহনের আবেদন করেন। শুক্রবার বাদ জুম্মা সমীর ঘোষের বিদায়ী সংবর্ধনা দেবহাটা থানার ওসির অফিস রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, এসআই কওছার আলী, এসআই আদনান বিন আজাদ, এসআই তন্ময় সাহা, এএসআই শামীম হোসেন, এএসআই মেহেদি হাসান, বিদায়ী সমীর ঘোষের শ্যালক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ। এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে কনস্টেবল সমীর কুমার ঘোষ বক্তব্য রাখেন। পরে তাকে ওসিসহ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন নিজে সুসজ্জিত দেবহাটা থানার গাড়িতে সমীর ঘোষকে উঠিয়ে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত পৌঁছে দেন। উল্লেখ্য, সমীর ঘোষের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)