প্রেসবিজ্ঞপ্তি : রোববার যশোর শহরের মুজিব সড়কস্থ কার্যালয়ে মাগুরা কল্যাণ ফোরামের উদ্যোগে ২শতাধিক গরীব-দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন মাগুরা কল্যাণ ফোরাম, যশোরের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহাবুবুর রহমান মজনু, ইকবাল হোসেন, শেখ সাজ্জাদুর রহমান ও মাসুদুর রহমান, সহ-সভাপতি আলী রেজা, সাইদুর রহমান, শান্তিরাম বিশ্বাস ও প্রকৌশলী কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ইমরুল হোসেন, অর্থ সম্পাদক অশোক কুমার বিশ্বাস প্রমূখ।
উল্লেখ্য-২০০৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের অনুদানের অর্থ দিয়ে যশোরে গরীব-দুস্থদের মাঝে কম্বল বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি সদস্যদের একত্রিত করে পারিবারিক বিনোদনের ব্যবস্থাও করা হয়।